ঢাকা: রাজধানীর বনানীতে ফাঁকা রাস্তায় দ্রুতগতির একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেওয়ার ঘটনায় তিনজন আহত হয়েছেন।
শুক্রবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে।
বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) আফজাল হোসেন বাংলানিউজকে জানান, শুক্রবার ছুটির দিন ফাঁকা রাস্তা হওয়ায় রাতে একটি প্রাইভেটকার দ্রুতগতিতে বনানী রোড দিয়ে যাচ্ছিল। রাত সাড়ে ১২ টায় বনানীর কাকলি মোড় পার হয়ে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি চালিত একটি অটোরিকশাকে ধাক্কা দেয়।
এ ঘটনায় সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুড়চে যায় এবং প্রাইভেটকারটিও ক্ষতিগ্রস্ত হয়। ধাক্কার ঘটনায় সিএনজিচালকসহ দুই যাত্রী গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি বলেন, রাস্তা থেকে দুইটি গাড়ি সরানো হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। তবে বিস্তারিত বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।
বাংলাদেশ সময়: ০১৫০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
পিএম/আরইউ