ফরিদপুর: ফরিদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফসিসিআই) প্রেসিডেন্ট ও আলাউদ্দিন ট্রেডিং কোং লিমিটেডের কর্ণধার সিদ্দিকুর রহমান ওরফে সিদ্দিককে তিনদিনের রিমান্ড দিয়েছেন আদালত। ফরিদপুরের এক নম্বর আমলি আদালতের বিচারক তরুণ বাছাড় এ রিমান্ড মঞ্জুর করেন।
শনিবার (১১ ডিসেম্বর) সকালে ফরিদপুরের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ জলিল বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
ওসি জলিল বলেন, সিদ্দিকের বিরুদ্ধে বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) রাতে চাঁদাবাজির অভিযোগে একটি মামলা হয়। ওই মামলায় সিদ্দিককে গ্রেফতার দেখিয়ে সাতদিনের রিমান্ডের আবেদন জানিয়ে শুক্রবার (১০ ডিসেম্বর) বিকেলে জেলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। বিকেলে ফরিদপুরের এক নম্বর আমলি আদালতের বিচারক তরুণ বাছাড় তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ফরিদপুরের কোতয়ালী থানা পুলিশ বৃহস্পতিবার দিনগত গভীর রাতে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করে এ আলোচিত ব্যবসায়ী নেতাকে।
শুক্রবার দুপুরে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জামাল পাশা এক সংবাদ ব্রিফিংয়ের মাধ্যমে সিদ্দিককে গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
গ্রেফতার সিদ্দিকুর রহমান ফরিদপুরে আলোচিত দুই ভাই শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন ওরফে বরকত ও ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইমতিয়াজ হাসান ওরফে রুবেলের সহযোগী হিসেবে পরিচিত। তিনি ফরিদপুর শহরের গুহলক্ষ্মীপুর মহল্লার সাবেক পৌর কমিশনার মৃত আলাউদ্দিন শেখের ছোট ছেলে। ইটভাটা, পাথর ব্যবসা ও ঠিকাদারি করেন। আলাউদ্দিন ট্রেডিং কোং, এ বি অটো ব্রিক, আলাউদ্দিন রেডিমিস্টসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের স্বত্বাধিকারী তিনি। তার গ্রেফতারের খবর শহরজুড়ে ছড়িয়ে পড়লে শুক্রবার বিকেলে একটি আনন্দ মিছিল করে ফরিদপুর জেলা ছাত্রলীগ ও যুবলীগ।
এদিকে, আলোচিত এ ব্যবসায়ী নেতার বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালি থানায় চারটি মামলা আছে। এর মধ্যে তিনটি মামলা চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড-সম্পর্কিত। অপর একটি হত্যা মামলা। চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড-সম্পর্কিত তিনটি মামলায় তার নামে অভিযোগপত্র দেওয়া হয়েছে। হত্যা মামলাটি তদন্তাধীন। এ ছাড়া তার বিরুদ্ধে আরও চারটি সিআর মামলা আছে বলে জেলা পুলিশ গণমাধ্যমকে নিশ্চিত করে।
আরও পড়ুন>>
এফসিসিআই প্রেসিডেন্ট সিদ্দিককে গ্রেফতারে ফরিদপুরে আনন্দ মিছিল
ফরিদপুর চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট সিদ্দিক গ্রেফতার
বাংলাদেশ সময়: ০৯১২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
এমআরএ