ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নেছারাবাদে ‘বউ গাড়ি’ চাপায় শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
নেছারাবাদে ‘বউ গাড়ি’ চাপায় শিশুর মৃত্যু

পিরোজপুর: পিরোজপুরের নেছারাবাদে তিন চাকা বিশিষ্ট একটি দ্রুতগামী ‘বউ গাড়ি’র চাপায় মাইসা আক্তার (৯) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।  

শনিবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে স্বরূপকাঠি আটঘর কুড়িয়ানা সড়কে আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয় সামনে এ দুর্ঘটনা ঘটে।

মাইসা স্বরূপকাঠি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ফকির বাড়ির মিজান ফকিরের মেয়ে। সে ওই বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির ছাত্রী।

জানা যায়, মাইসা শনিবার সকালে স্কুলে যাওয়ার জন্য বের হলে স্কুলের সামনে যেতেই দুর্ঘটনার শিকার হয়। মাইসার বাবা মিজান পেশায় দিনমজুর।

এদিকে ঘটনার সঙ্গে সঙ্গে সড়ক অবরোধ করে আটকে রাখে ওই বিদ্যালয় শিক্ষার্থীরা। এতে ওই সড়কে সমস্ত প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে স্বরূপকাঠি পৌরসভার মেয়র ও পুলিশ এসে শিক্ষার্থীদের আশ্বস্ত করলে শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নেয়। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।