ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আগে পানির জন্য রাস্তায় মিছিল হতো: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
আগে পানির জন্য রাস্তায় মিছিল হতো: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ২০০৮ সালে ঢাকার সর্বত্র পানির জন্য হাহাকার লক্ষ্য করেছি, গ্রাহকরা রাস্তায় এসে ‘পানি দাও, পানি দাও’ বলে ঝাড়ু মিছিল করেছে। কিন্তু এখন আর পানি সংকট নেই বলেই সাধারণ মানুষ পানির জন্য মিছিল করছে না।

শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা ওয়াসা ভবনের বুড়িগঙ্গা হলরুমে ‘নিম্ন আয় এলাকার আদর্শ গ্রাহকদের সম্মাননা পুরস্কার বিতরণী’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ঢাকা ওয়াসা, দুস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) ও সাজেদা ফাউন্ডেশন যৌথভাবে ওয়াটারএইড এর সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করে। নিম্ন আয়ের কমিউনিটির গ্রাহকদের পাবলিক ওয়াটার সার্ভিসের বৈধ সংযোগ ব্যবহারে উৎসাহিত করতে অনুষ্ঠানে ২৫ জন বস্তিবাসীকে বিশেষ স্বীকৃতির সনদ দেওয়া হয়।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিরপুর ছাড়াও তেজগাঁও, রমনা ও শিল্পাঞ্চল এলাকায় পানির জন্য হাহাকার দেখেছি। সরকারি-বেসরকারি জায়গা মিলিয়ে পায় ৩০টি স্থানে ডিপ টিউবয়েলের ব্যবস্থা করেছি।

তিনি বলেন, সবাই ভেবে ছিল বস্তিবাসীরা হয়তো বিল দেবে না। আবার তাদের স্থায়ী ঠিকানা না থাকায় ওয়াসা পানি সরবরাহ করতে পারেনি। বর্তমানে ঢাকা ওয়াসার ওয়াটার লো ইনকাম কমিউনিটির মাধ্যমে বস্তিবাসীদের পানি সরবরাহ করছে। তারাও শতভাগ বিল পরিশোধ করছে।

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান সভাপতির বক্তব্যে বলেন, ঢাকার ১৫ থেকে ২০ শতাংশ নিম্ন আয়ের লোক বিশুদ্ধ পানির আওতার বাইরে ছিল। তাদের বাদ দিয়ে গণবান্ধব ও টেকসই উন্নয়ন সম্ভব নয়। ডিজিটাল ওয়াসা গড়ার স্বপ্নপূরণ হয়েছে বস্তিবাসীদের মাঝে পানি বিতরণের মাধ্যমে।

তিনি বলেন, গুলশানের প্রভাবশালীদের কাছে লাখ টাকার বিল বকেয়া থাকে। তবে নিম্ন আয়ের লোকজন বিল পরিশোধ করছেন শতভাগ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোস্তফা, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মুহম্মদ ইবরাহিম, ওয়াটারএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
এমএমআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।