রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই হ্রদে হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য ব্যতিক্রমধর্মী এক টাকার ভাসমান বাজার বসানো হয়েছে।
শনিবার (১১ ডিসেম্বর) সকালে রাঙামাটি জোন ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ আয়োজনে বরকল উপজেলার সুবলং ঘাট এলাকায় এ বাজার বসানো হয়।
ভাসমান বাজার উদ্বোধন করেন, রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইফতেকুর রহমান।
ভাসমান বাজার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইফতেকুর রহমান বলেন, মহান বিজয় দিবস, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং শান্তিচুক্তি এই তিনটি দিবস উপলক্ষে হতদরিদ্রদের জন্য দিনব্যাপী এই ভাসমান বাজারের আয়োজন করা হয়েছে। আগামীদিনে বরকল উপজেলা, বিলাইছড়ি উপজেলা, লংগদু উপজেলার রাজনগর এলাকায় এরকম ব্যতিক্রমধর্মী হাটবাজার বসানো হবে।
এসময় উপস্থিত ছিলেন- রাঙামাটি সদর জোন কমান্ডার লেফটেনেন্ট কর্নেল আশিকুর রহমান, বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার জামাল উদ্দিনসহ সেনা ও স্বেচ্ছাসেবী সংগঠনটির নেতারা।
এক টাকার ভাসমান বাজারে বস্ত্রের মধ্যে- কম্বল, শাড়ি, থামী, স্যান্ডেল, খাবার এবং খাদ্য সামগ্রীর মধ্যে- চাল, ডাল, আটাসহ ইত্যাদি রাখা হয়।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
এনটি