ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় আটক ১২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় আটক ১২

ঝিনাইদহ: মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় বেতবাড়ীয়া গ্রাম থেকে ১২ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে মহেশপুর খালিশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।

শনিবার (১১ ডিসেম্বর) বিকেলে আটকের বিষয়টি নিশ্চিত করেন খালিশপুর ৫৮বিজিবি’র অতিরিক্ত পরিচালক তসলিম মো. তারেক।

আটকরা হলেন- খুলনা জেলার ফুলতলা থানার কাচপুর গ্রামের মো. কামাল খানের স্ত্রী সোনিয়া খাতুন (৩১), তার মেয়ে পিহু ইসলাম (৪), একই জেলার দৌলতপুর থানার মহেশ্বপাশা গ্রামের মো. জুয়েল শেখের স্ত্রী মোছা. রুমা বেগম (২৮), এবং রুপসা থানার রুপসা রামনগর গ্রামের লোকমান শেখের স্ত্রী আজমিরা শেখ (১৯) এবং নড়াইল জেলার সদর থানার গোবরা গ্রামের ইব্রাহিম শেখের মেয়ে আজমিরা শেখ (১৯)।

ঢাকা জেলার যাত্রাবাড়ী থানার জেলেপাড়া গ্রামের হরি গোপাল দাসের ছেলে শ্রী রাজীব চন্দ্র দাস (৩০), পিরোজপুর জেলার ইন্দুরকানী থানার চন্ডিপুর গ্রামের রুহুল আমীন মজুমদারের ছেলে সিদ্দিক মজুমদার (৩৪), তার স্ত্রী শারমীন আকতার (২৭), গোপালগঞ্জ জেলার বৈলতৈল থানার করপাড়া গ্রামের রাখাল সরকারের ছেলে পরিমল সরকার (৩৮), যশোর জেলার কোতয়ালী থানার যশোর রেলগেট এলাকার দুলাল মিয়ার মেয়ে হোসনে আরা বেগম (২৭) তার ছেলে আরমান (১৩), আরাফাত হোসেন (৩)।

তারেক আরও জানান, আটক বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়েরর পর পুলিশে সোপর্দ করা হয়েছে। বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।