খাগড়াছড়ি: পার্বত্য রাঙামাটি জেলার পাহাড়ে বসবাসকারী দরিদ্র জনগোষ্ঠীর জন্য এক টাকায় ভাসমান বাজারের ব্যবস্থা করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন।
বাংলাদেশ সেনাবাহিনী রাঙামাটি রিজিয়নের সার্বিক ব্যবস্থাপনায় বিদ্যানন্দ এ ব্যতিক্রমী বাজার শুরু করেছে।
এ বাজারে শাড়ি, লুঙ্গি, থামি, কম্বল, জুতা, শার্ট, প্যান্ট থেকে শুরু করে চাল, ডাল, তেল, ময়দা, সুজিসহ প্রায় ২০ রকমের আইটেম পাওয়া যাবে। একজন ক্রেতা মাত্র এক টাকা মূল্য দিয়ে পছন্দমতো ১১টি আইটেম কিনতে পারবেন এ বাজার থেকে।
শনিবার (১১ ডিসেম্বর) রাঙামাটির শুভলং বাজার থেকে ভাসমান এ বাজারের উদ্বোধন করেন ৩০৫ পদাতিক ব্রিগেড ও রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইফতেকু রহমান।
তিনি বলেন, পাহাড়ের মানুষের কল্যাণে ধারাবাহিকভাবে রাঙামাটি রিজিয়ন ও বিদ্যানন্দ ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। পাহাড়ে মানুষের মধ্যে সম্প্রীতি প্রতিষ্ঠায় জনকল্যাণমূলক এসব উদ্যোগ দারুণভাবে কাজ করবে।
তিনি আরও জানান, বিদ্যানন্দ ও রাঙামাটি রিজিয়ন শিগগিরই বোট অ্যাম্বুলেন্স চালু করবে দুর্গম এলাকার জনসাধারণের জন্য।
বিদ্যানন্দের এ ভাসমান বাজার ধারাবাহিকভাবে জুরাছড়ি, বরকল, হরিনা ও বিলাইছড়িতে যাবে এবং স্থানীয় দরিদ্র জনসাধারণকে এক টাকা মূল্যে বাজার করার সুযোগ দেবে।
নামমাত্র মূল্যে এতোগুলো পণ্য কিনতে পেরে স্থানীয় জনসাধারণ দারুণ খুশি। এটি তাদের জন্য নতুন অভিজ্ঞতা। তারা এমন আয়োজনে বাজার করতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছে।
উল্লেখ্য, বিদ্যানন্দ ফাউন্ডেশন এক টাকায় বাজার আয়োজনের মাধ্যমে ইতোমধ্যে বেশ প্রশংসিত হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
এডি/আরআইএস