ঢাকা: বরিশাল অঞ্চলের সমুদ্র উপকূলীয় এলাকায় দস্যুতা ঠেকাতে তৎপর এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। দস্যুতা নির্মূল করতে এই অঞ্চলের স্থানীয়দের মধ্যে সচেতনতা তৈরি করতে মতবিনিময় করবে বাহিনীটি।
রোববার (১২ ডিসেম্বর) সকালে র্যাব-৮ এর তত্ত্বাবধানে বরগুনার পাথরঘাটা উপজেলা কমপ্লেক্স এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পক্ষ থেকে জানানো হয়, উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন-জীবিকার নিরাপত্তায় মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন র্যাবের মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
এছাড়াও উপস্থিত থাকবেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) কর্নেল খান মোহাম্মদ (কেএম) আজাদ এবং বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান।
র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বাংলানিউজকে জানান, সুন্দরবন দস্যুমুক্ত করা হয়েছে। এবার বরগুনা, পিরোজপুর ও পটুয়াখালী সংলগ্ন বঙ্গোপসাগরে দস্যুতা বন্ধে অভিযান শুরু করেছে র্যাব। পাশাপাশি জলদস্যুদের আত্মসমর্পণেরও সুযোগ দেওয়া হবে।
র্যাবের এই কর্মকর্তা বলেন, সম্প্রতি আমরা দেখছি সুন্দরবন দস্যুমুক্ত হওয়ার পর কিছু জলদস্যু পালিয়ে এসে বরিশাল, বরগুনা, পাথরঘাটা এলাকায় দস্যুতা করছে। তাদের মাধ্যমে কেউ ভুক্তভোগী হলে র্যাবকে জানাতে আহ্বান করা হচ্ছে। পাশাপাশি স্থানীয়দের মধ্যে সচেতনতা তৈরিতে আমরা কাজ শুরু করেছি।
এর আগে সম্প্রতি র্যাবের অভিযানে সমুদ্র উপকূলীয় এলাকার জেলেদের অপহরণ সংক্রান্ত মুক্তিপণ আদায়ের অভিযোগে ইলিয়াস হোসেন মৃধা নামে একজনকে গ্রেফতার করে বাহিনীটি। সে নারায়ণগঞ্জে বসে এক দস্যু নেতার মাধ্যমে মুক্তিপণের অর্থ সংগ্রহের কাজ করতো।
বাংলাদেশ সময়: ০০৫২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
এসজেএ/আরএ