ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

তুরস্কের পথে পররাষ্ট্রমন্ত্রী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
তুরস্কের পথে পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন রোববার ( ১২ ) ভোরে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, মন্ত্রী তুরস্কের রাজধানী আঙ্কারায় বঙ্গবন্ধুর একটি আবক্ষ ভাস্কর্য উন্মোচন এবং বঙ্গবন্ধুর নামে একটি উদ্যানের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।

অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামও অংশ নেবেন।

তুরস্ক সফরকালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসুগ্লুর  সঙ্গে ড. মোমেনের বৈঠক হতে পারে। সফর শেষে পররাষ্ট্রমন্ত্রী আগামী ১৫ ডিসেম্বর দেশে ফিরবেন।

উল্লেখ্য, এর আগে গত বছর সেপ্টেম্বরে বাংলাদেশ ভবন উদ্বোধনের জন্য তুরস্কে গিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১২.৩০ ঘণ্টা, ১২ ডিসেম্বর, ২০২১
টিআর/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।