মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরে ১০ কেজি ৭শ গ্রাম গাঁজাসহ মো. সোহেল শেখ (৩৬) নামে এক বিক্রেতাকে আটক করেছে মাদারীপুর র্যাব-৮।
শনিবার (১১ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে জেলার শিবচর উপজেলার উৎরাইল গ্রামের নয়াবাজার সংলগ্ন আঞ্চলিক সড়ক থেকে তাকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ১০ কেজি ৭শ গ্রাম গাঁজা, মাদক ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, হেলমেট, মোবাইল সেট ও ২টি সিমাকার্ড জব্দ করা হয়।
সোহেল শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের বাবর আলী মল্লিককান্দি গ্রামের আব্দুল গনি শেখের ছেলে।
রোববার সকাল ১০টার দিকে র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দীন আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তিনি জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে সোহেলকে আটক করা হয়। এসময় তাকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের কাছ থেকে জানা যায়, সোহেল একজন পেশাদার মাদকবিক্রেতা এবং দীর্ঘদিন ধরে মাদারীপুর, ঢাকা, কুমিল্লাসহ বিভিন্ন এলাকায় গাঁজাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য পাইকারিভাবে ক্রয়-বিক্রয় করে আসছে। এছাড়াও তার বিরুদ্ধে ঢাকা, কুমিল্লা, মাদারীপুরের ৪টি মাদক মামলা চলমান আছে।
তিনি আরও জানান, জব্দ গাঁজা ও অন্যান্য আলামতসহ আটক সোহেলকে মাদারীপুর জেলার শিবচর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে শিবচর থানায় একটি মাদক মামলা দায়ের করা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
আরএ