ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে স্কুলছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে স্কুলছাত্রের মৃত্যু প্রতীকী ছবি

কুমিল্লা: কুমিল্লার মুরাদনগর উপজেলায় ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মুজাহিদ (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।  

শনিবার (১১ ডিসেম্বর) রাতে বাঙ্গরা বাজার এলাকার টনকী ইউনিয়নের পশ্চিমপাড়া বড় বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মুজাহিদ টনকী এলাকার প্রবাসী ইব্রাহিম মিয়ার ছেলে। সে দশম শ্রেণির ছাত্র।  

এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানান, মুজাহিদের বাবা ইব্রাহিম মিয়া প্রবাসে থাকেন। মুজাহিদকে বাসায় রেখে তার মা, ছোট ভাই-বোনদের নিয়ে মামার বাড়ি বেড়াতে যান। শনিবার দিবাগত রাতে হঠাৎ তাদের ঘরে আগুন দেখে পাশের ঘর থেকে লোকজন চিৎকার শুরু করে। এসময় এলাকাবাসী এগিয়ে আসে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের লোকজন আগুন নেভানোর আগেই ঘরে ঘুমিয়ে থাকা মুজাহিদ ও পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়।  

মুরাদনগর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার নুরুল হুদা নয়ন বলেন, আধাঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। একটু দেরি হলে পাশের ঘরগুলোও পুড়ে যেত। আগুন নেভানোর পরে আগুনের ধ্বংসাবশেষ থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিষেক দাস বলেন, খবর পেয়ে আমি ও বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামন তালুকদার দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করি। এসময় জেলা প্রশাসকের নির্দেশনায় আগুনে পুড়ে যাওয়া কিশোরের মরদেহ দাফন সম্পন্ন করতে পরিবারকে পঁচিশ হাজার টাকা দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।