ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খালেদা জিয়ার মুক্তি-উন্নত চিকিৎসার দাবিতে প্রতীকী অনশন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
খালেদা জিয়ার মুক্তি-উন্নত চিকিৎসার দাবিতে প্রতীকী অনশন ...

সাতক্ষীরা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় প্রতীকী অনশন কর্মসূচি পালিত হয়েছে।

রোববার (১২ ডিসেম্বর) সাতক্ষীরা আদালতের শহীদ মিনারের পাদদেশে সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এ কর্মসূচি পালন করে।

কেন্দ্রীয় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য অ্যাডভোকেট এ বি এম সেলিমের সভাপতিত্বে প্রতীকী অনশন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাড. সৈয়দ এখলেছার আলী বাচ্চু।

আরও বক্তব্য দেন অ্যাড. আকবর হোসেন, অ্যাড. আব্দুল জলিল, অ্যাড. কামরুজ্জামান ভুট্টো, অ্যাড. আলমগীর আশরাফ, অ্যাড. সরদার সাইফ, অ্যাড. আকরাম হোসেন, অ্যাড. সিহাব মাসউদ (সাচ্চু), অ্যাড. জাহাঙ্গীর হোসেন, অ্যাড. মিজানুর রহমান বাপ্পি, অ্যাড. আবু সাইদ রাজা, অ্যাড. নুর ইসলাম, অ্যাড. শাহিনুজ্জামান শাহিন, অ্যাড. আলতাপ হোসেন, অ্যাড. আমিনুল ইসলাম, অ্যাড. নূর মোহাম্মদ, অ্যাড. লুৎফুন্নেছা রুবি, অ্যাড. শাহানা ইমরোজ স্বপ্না প্রমুখ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী বলেন, অবিলম্বে খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তিসহ উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সুযোগ দেওয়া না হলে এক দফা কর্মসূচি দিয়ে এই সরকারের পতন নিশ্চিত করা হবে।  

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।