বান্দরবান: বান্দরবান সদর উপজেলার ডলুপাড়া থেকে অপহৃত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) বান্দরবান জেলা কমিটির সদস্য ও বান্দরবান থানা কমিটির সাধারণ সম্পাদক পুশৈ থোয়াই এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৩ ডিসেম্বর) সকালে বান্দরবান-চন্দ্রঘোনা সড়কের আমতলীপাড়ার পাহাড়ের উপরে মাটি খুঁড়ে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একদল অস্ত্রধারী সন্ত্রাসী পুশৈ থোয়াই মার্মাকে ডলুপাড়া থেকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনার পর থেকে এলাকাবাসী তাকে খোঁজ করতে থাকে। একপর্যায়ে সোমবার সকালে আমতলী পাড়া এলাকায় পাহাড়ের উপরে একটি গর্তে মাটিচাপা দেওয়া অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে এলাকাবাসীর সহযোগিতায় মাটি খুঁড়ে পুশৈ থোয়াই এর মরদেহ উদ্ধার করে।
এদিকে ঘটনার পর থেকে ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এলাকাটিতে নিরাপত্তা জোরদার করেছে। তবে কে বা কারা তাকে হত্যা করেছে সে বিষয়ে কিছু জানা যায়নি।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, পুশৈ থোয়াই এর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২১
আরএ