ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে ডা. মুরাদের নামে মানহানি মামলা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২১
সিরাজগঞ্জে ডা. মুরাদের নামে মানহানি মামলা  ...

সিরাজগঞ্জ: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে ব্যারিস্টার জাইমাসহ জিয়া পরিবারের সদস্যদের নিয়ে অশালীন মন্তব্য করায় সদ্য পদত্যাগী তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের নামে সিরাজগঞ্জে মামলা হয়েছে।  

সোমবার (১৩ ডিসেম্বর) দুপুরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বাদী হয়ে সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সদর আমলী) আদালতে (ক) মামলাটি দায়ের করেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, জিয়া পরিবারের সদস্যদের বিরুদ্ধে অশালীন মন্তব্য করায় ডা. মরাদের নামে মানহানির অভিযোগে মামলাটি দায়ের করেছেন সাইদুর রহমান বাচ্চু।  

তিনি বলেন, অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. বেলাল হোসেন মামলটি আমলে নিয়েছেন। এখন আদেশের অপেক্ষায় রয়েছে।  ৫০০ ও ৫০১ ধারায় মানহানির মামলার আবেদনে উল্লেখ করা হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং তাদের একমাত্র মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানসহ জিয়া পরিবারকে হেয় প্রতিপন্ন করার লক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে অশ্লীল মন্তব্য করেছেন ডা. মুরাদ হাসান। যা সার্বিকভাবে জিয়া পরিবারের সদস্যদের সঙ্গে তথা সমগ্র নারী সমাজের জন্য মানহানিকর এবং অপমানজনক। শিষ্টাচার বহির্ভূত এই ভিডিওটি দেশে রাজনৈতিক সম্প্রদায়ের মধ্যে শত্রুতা ঘৃণা বিদ্বেষ অস্থিরতা সৃষ্টি করেছে।  

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।