বরিশাল: নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বরিশালের রসূলপুর বস্তিতে ভূমিহীনদের উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করা হয়েছে।
বুধবার (২২ ডিসেম্বর) দুপুরে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বাংলাদেশ কৃষক ফেডারেশনের উদ্যোগে এ বিক্ষোভ ও সমাবেশ করা হয়।
সমাবেশ সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হারুন ভাণ্ডারীর সভাপতিত্বে বক্তারা বলেন, রসূলপুর বস্তিতে উন্নয়নের নামে ভূমিহীনদের উচ্ছেদ করা হচ্ছে। পুনর্বাসন ছাড়া ভূমিহীন পরিবারকে উচ্ছেদ না করার দাবি জানান তারা।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ায় নিন্ম আয়ের মানুষরা দিশেহারা।
বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক হালিম মোহরীসহ অন্যান্য নেতারা। পরে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২১
এমএস/আরআইএস