ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় ৮ জনকে আটক করেছে বিজিবি।
বুধবার (২২ ডিসেম্বর) দুপুরে মহেশপুর খালিশপুর ৫৮ বিজিবির পরিচালক শাহিন আজাদ বলেন, ওই উপজেলার কানাইডাঙ্গা ও মাটিলা গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- সাতক্ষীরা জেলার কলারোয়া থানার চয়ারডাঙ্গা গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী সালেহা খাতুন (৪৬), তার ছেলে আসাদুল বিশ্বাস (৩০) এবং একই গ্রামের আসাদুল বিশ্বাসের স্ত্রী মোছা. ফারজানা সুলতানা (তানিয়া) (২০), তার ছেলে মো. ইসমাইল (০২), পিরোজপুর জেলার মঠবাড়ীয়া থানার ছোট শোলা গ্রামের রফিজ গাজীর ছেলে আব্দুল হালিম (৩৭) এবং বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার শান্তি ভাঙ্গা গ্রামের মমিন ফকিরের ছেলে মো. হোসেন ফকির (৪৯), গোপালগঞ্জ জেলার সদর থানার জলিলপাড় গ্রামের সুশান্ত বাড়ৈ এর স্ত্রী রিনা বাড়ৈ (৩৭), তার মেয়ে মেঘলা বাড়ে (১৬)।
তিনি আরও জানান, আটকদের মহেশপুর থানায় মামলা দায়ের পর পুলিশে সোপর্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২১
এনটি