ঢাকা: রাজধানীর মধ্যবাড্ডায় নির্মাণাধীন একটি ভবন থেকে মাথায় রড পড়ে মাজেম আলী (৫৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি নির্মাণাধীন ওই ভবনের ঠিকাদার ছিলেন।
বুধবার (২২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টায় তার মৃত্যু হয়।
নিহত মাজেম আলীর বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার ঘোড়াশাল গ্রামে। পরিবার নিয়ে দক্ষিণ কুড়িল হিমবাড়ি এলাকায় থাকতেন তিনি।
মাজেমের ছেলে আসাদুজ্জামান মিলন জানান, তার বাবা নির্মাণাধীন ওই ভবনের ঠিকাদার। বিকেলে মধ্যবাড্ডা ৫ নম্বর রোডের ১৮ নম্বর নির্মাণাধীন ওই ভবনের কাজ পরিদর্শন করছিলেন তিনি। তখন শ্রমিকরা ভবনের উপরে রড উঠাচ্ছিল। সেই সময় একটি রড তার মাথার ওপর পড়ে। এতে মাথায় গুরুতর আঘাত পান। গুরুতর জখম অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাতে সেখানে তার মৃত্যু হয়।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া এ খবর নিশ্চিত করে জানান, মৃতদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি বাড্ডা থানা পুলিশকে জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২১
এজেডএস/এমজেএফ