ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘আমি আইভী কোণঠাসা, সুবিধা পাচ্ছেন তৈমূর’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
‘আমি আইভী কোণঠাসা, সুবিধা পাচ্ছেন তৈমূর’

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমি সরকার দলীয় প্রার্থী হয়েও কোণঠাসা অবস্থায় আছি। ২০১৬ সালের নির্বাচনেও আমি দেখেছি তখন সাখাওয়াত ভাই (বিএনপির প্রার্থী) সুবিধা পেয়েছিলেন।

এবারো আমার চেয়ে বেশি সুবিধা পাচ্ছেন তৈমূর আলম খন্দকার কাকা। আমি তাকে অনুরোধ করবো কারো প্ররোচনায় প্রভাবিত না হয়ে ভোট চান। দু’জন যে যার মতো ভোট চাইবো-এবার জনতা যাকে নির্বাচিত করেন।

বুধবার (২২ ডিসেম্বর) রাতে শহরের দেওভোগে চুনকা কুঠিরে খেলাঘর আসরের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে আইভী এসব কথা বলেন।

তিনি বলেন, আমাকে সর্বস্তরের মানুষ পছন্দ করেন। এ শহরের মানুষ আমার দ্বারা কখনো নির্যাতিত হবেন না। শহরে কেউ খুন করবে, চাঁদাবাজি করবে, আমি চুপ করে বসে থাকবো, না এমনটা আমি না। নির্বাচন ঘিরে নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। আমরা জানি শহরবাসী জানে কারা এসব করছে। সুতরাং আমাদের এসব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। অনেকেই বলেন ট্যাক্স বাড়িয়ে দিয়েছি। এটা মিথ্যা কথা। ট্যাক্স বরং কম দিচ্ছে নগরবাসী। আর এ ট্যাক্সের টাকায় আমি নগর ভবন করেছি, যাতে মানুষ বলতে পারেন এটা তাদের টাকায় করা।  

আইভী আরো বলেন, অনেক ষড়যন্ত্রের পরেও প্রধানমন্ত্রী আমাকে অনেক দিয়েছেন। ষড়যন্ত্র না হলে এতদিনে শীতলক্ষ্যা সেতুর ভিত্তিপ্রস্তর হয়ে যেত। এক সময়ে অনেকেই আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলতো। কিন্তু এগুলো টেকেনি। কারণ আমি কোনো দুর্নীতির সঙ্গে জড়িত না।

বাংলাদেশ সময়: ০৩১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।