মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের মাঝ পদ্মায় কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ রেখেছে ফেরি ঘাট কর্তৃপক্ষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিটিসি) আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহীউদ্দীন রাসেল বাংলানিউজকে বলেন, কুয়াশার ঘনত্ব মাঝ পদ্মায় বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আর মাঝ পদ্মায় দুটি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে নোঙর করে আছে। এছাড়া পাটুরিয়া ঘাট প্রান্তে ৫টি ও দৌলতদিয়া ঘাট প্রান্তে ৮টি ফেরি নিরাপদে রয়েছে। ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ঘাট এলাকায় পরিবহন বাস, ব্যক্তিগত ছোট গাড়ি ও সাধারণ পণ্যবাহী ট্রাক মিলে প্রায় সহস্রাধিক যানবাহন নৌপথ পারাপারের অপেক্ষমাণ রয়েছে।
বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
এএটি