ঢাকা: রাজধানীর ওয়ারী থানার রাজধানী সুপার মার্কেটের সামনে সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় স্বপন কুমার সরকার (৬২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ব্যবসার কাজে তিনি রিকশা করে যাচ্ছিলেন।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) ভোর ৬টার দিকে এই ঘটনাটি।
ওয়ারী থানার ডিউটি অফিসার (এসআই) উজ্জ্বল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, ভোরে রাজধানী সুপার মার্কেটের সামনের রাস্তায় মৃত অবস্থায় পরে ছিল ওই ব্যক্তি। পরে খবর পেয়ে থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
তিনি আরও জানান, পথচারীদের মাধ্যমে জানতে পেরেছি, দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মারা যান ওই ব্যক্তি। তার বাসা গেণ্ডারিয়া এলাকায়। আত্মীয়-স্বজনকে খবর দেওয়া হয়েছে। বিস্তারিত ঘটনা জানার চেষ্টা চলছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জাননা, যে যানবাহনের চাপায় রিকশা আরোহী মারা গেছেন, সেটা শনাক্তের চেষ্টা করা হচ্ছে। তবে আমরা জানতে পেরেছি ময়লার গাড়ির ধাক্কায় এই দুর্ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, নিহত স্বপন সরকার পেশায় ব্যবসায়ী ছিলেন। রাজধানীর ফার্মগেটে তার দোকান আছে।
তার নিকটতম আত্মীয় বিপ্লব দাশগুপ্ত জানান, স্বপন সরকারের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শাহপুর গ্রামে। তিন সন্তান ও স্ত্রী জয়ন্তী রানী নিয়ে নারিন্দা বসু বাজার এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন তিনি।
তিনি আরও জানান, ব্যবসার কাজে আজ ফেনীতে যাওয়ার কথা ছিল স্বপনের। সকালে বাসা থেকে রিকশা করে কমলাপুর টিটিপাড়ার উদ্দেশ্যে রওনা দেন, পথে দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
আমরা জানতে পেরেছি দ্রুতগতির একটি ময়লার গাড়ির চাপায় ঘটনাস্থলেই তিনি মারা যান।
একটি সূত্র জানান, ঘটনার পরপরই রিকশাচালক ভয়ে পালিয়ে যায়।
বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
এজেডএস