ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাকে গলাকেটে হত্যা, ২০ মাস পর গ্রেফতার ছেলে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
মাকে গলাকেটে হত্যা, ২০ মাস পর গ্রেফতার ছেলে

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে নিজের মাকে গলাকেটে হত্যার ২০ মাস পর গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেফতার হয়েছেন নাহিদ ইমরান নিয়ন (৩৬) নামে এক যুবক।

বুধবার (২২ ডিসেম্বর) রাতে গাজীপুর শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সিরাজগঞ্জ শহরের মুক্তিযোদ্ধা মৃত তোজাম্মেল হকের ছেলে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুরের দিকে সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাজীপুর থেকে নিয়নকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজের মাকে হত্যার দায় স্বীকার করেছেন। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

মামলার বরাদ দিয়ে ডিবির ওসি বলেন, ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি মুজিব সড়কের নিজ বাড়ী থেকে রাশিদা খানম (৬৫) নামে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ। এরপর থেকেই নাহিদ ইমরান নিয়ন পলাতক ছিলেন। এদিকে এ ঘটনায় নিহতের ছোট ছেলে নাসির ইমরান নিশাদ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের নামে থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০২০ সালের ১২ জুলাই মামলাটির তদন্তভার ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪০  ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।