ঢাকা: বিজয় দিবস ও সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় দেওয়ার ঘটনায় অভিযুক্ত সাবেক পৌর মেয়র শাহনেওয়াজ শাহানশাহকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) তাকে গ্রেফতারের সময় উত্তরায় ডি মেরিডিয়ান হোটেলে তার কক্ষ থেকে বিভিন্ন ধরনের মাদক জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাবেক এ পৌরমেয়র নিয়মিত মাদক সেবনের বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, গত ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে জামালপুরের দেওয়ানগঞ্জ হাইস্কুলে আয়োজিত একটি সরকারি অনুষ্ঠানে সাবেক মেয়র শাহানশাহ একজন সহকারী কর্মকর্তাকে লাঞ্ছিত করেন, বাজে ভাষায় গালাগালি করেন এবং তাকে খুন করার হুমকি দেন। এছাড়া সরকারি কাজে বাধা দেন তিনি।
এ ঘটনায় দেয়ানগঞ্জবাসী ও উপজেলা পরিষদ তীব্র প্রতিক্রিয়া জানায়। তার এ কর্মকান্ডের জন্য তাকে ইতিমধ্যে পৌর মেয়রের পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে দেওয়ানগঞ্জ থানায় একটি মামলা হয়।
র্যাবের এ কর্মকর্তা বলেন, এ মামলার পরিপ্রেক্ষিতে র্যাবের গোয়েন্দা শাখা তাকে গ্রেফতার করার জন্য নজরদারিতে রাখে। তাকে গ্রেফতারের করার জন্য বিভিন্ন জায়গায় অভিযানও পরিচালনা করা হয়। পরে আমাদের কাছে গোপন তথ্য আসে সে উত্তরার ডি মেরিডিয়ান হোটেলে অবস্থান করছে। এ তথ্যের ওপর ভিত্তি করে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব-১ এর একটি দল হোটেলটিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
তিনি আরও বলেন, তার কক্ষ থেকে আমরা হেরোইন ও গাঁজাসহ বিভিন্ন রকমের মাদক পেয়েছি, সেগুলো আমরা জব্দ করেছি। তিনি নিয়মিত মাদক সেবন করতেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়া তার কক্ষ থেকে আমরা আনুমানিক সাড়ে তিন লাখ টাকা জব্দ করেছি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তাকে আটক করে র্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে বিস্তারিত সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।
বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
পিএম/জেডএ