ঢাকা: রাজধানীর সায়দাবাদে বাসের ধাক্কায় আবদুল মজিদ শিকদার (৪৫) নামের একজন নিহত হয়েছেন। তিনি রাজমিস্ত্রীর সহযোগী হিসেবে কাজ করতেন।
শুক্রবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়। দুই মেয়ে ও এক ছেলের বাবা মজিদ, থাকতেন যাত্রাবাড়ী মীরহাজীরবাগ এলাকায়। তবে পরিবারে অন্যরা সবাই গ্রামেই থাকেন।
হাসপাতালে মজিদের আত্মীয় চান মিয়া বলেন, আজিমপুর এলাকায় কাজ শেষ করে সহকর্মীদের সঙ্গে সন্ধ্যায় বাসায় যাচ্ছিলেন মজিদ। বাসে করে সায়দাবাদ হানিফ ফ্লাইওভার ব্রিজের ওপরে নেমে রাস্তা পাড় হচ্ছিলেন। তখন শ্রাবণ পরিবহনের একটি বাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, রাতে ১০৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। ঘটনাটি থানা পুলিশকে জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ০১০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
এজেডএস/জেএইচটি