ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাংলাবান্ধা বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ আজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
বাংলাবান্ধা বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ আজ ফাইল ফটো

পঞ্চগড়: খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে দেশের চতুর্দেশীয় স্থলবন্দর (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে শনিবার (২৫ ডিসেম্বর) আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকার গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই- খুদা মিলন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

তিনি জানান, খ্রিস্টান ধর্মের বড়দিন উৎসব উপলক্ষে চারদেশীয় ব্যবসায়ীক সিন্ধান্তে শনিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকেই এই বন্দরে বাণিজ্য কার্যক্রম আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। একদিন বন্ধ থাকার পর রোববার (২৬ ডিসেম্বর) সকাল থেকে আবারও যথারীতি নিয়মে আমদানি-রপ্তানি চালু হবে।

বাংলাদেশ সময়: ০৮১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।