বরিশাল: ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান ১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫১ জন নিখোঁজের তালিকা এ অব্দি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ঝালকাঠি ইউনিটের মুখপাত্র রাজু হাওলাদার।
শনিবার (২৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সুগন্ধা নদীর তীরে ঝালকাঠি পৌর শহরের মিনিপার্কে তাদের বুথে এসে স্বজনরা নিখোঁজদের এ তথ্য দিয়েছেন।
রাজু হাওলাদার জানান, অগ্নিকাণ্ডের ঘটনার পরপর মশিউর রহমান শাহিনের নেতৃত্বে আমরা ৩৫ জন ভলান্টিয়ার উদ্ধার অভিযানে যাই। যারা এ অব্দি কাজ করে যাচ্ছি। আর নিখোঁজদের প্রাপ্ত তালিকা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সঙ্গে সমন্বয় করে সন্ধানে কাজ করছি।
যদিও ঝালকাঠি থানার খোলা কন্ট্রোলরুমে ৩৫ জনের নিখোঁজের তথ্য দিয়েছেন স্বজনরা। অপরদিকে এ ঘটনায় দিয়াকুল গ্রামের গ্রাম পুলিশ জাহাঙ্গীর হোসেন ঝালকাঠি সদর থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন। বিষয়টি দুপুর ২টায় নিশ্চিত করেন ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান।
এদিকে এ ঘটনায় মোট মৃত্যুর সংখ্যা ৩৮ এ গিয়ে দাঁড়িয়েছে। শনিবার দুপুর ১টায় বিষয়টি নিশ্চিত করেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী।
অপরদিকে বরগুনার জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান জানান, এখন পর্যন্ত তারা ৩৭টি মরদেহ বুঝে পেয়েছেন। এর মধ্যে ১০ জনের পরিচয় শনাক্ত হয়েছে। তবে, বাকিদেরও দাফনের ব্যবস্থা করা হয়েছে। এক্ষেত্রে মরদেহগুলোর বিভিন্ন নমুনা সংগ্রহ করে রাখা হয়েছে। এ পর্যন্ত আমাদের কাছে ১৭ জন নিঁখোজ থাকার তথ্য দিয়েছেন স্বজনরা।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
এমএস/এএটি