মাগুরা: মাগুরার শালিখা উপজেলার তালখড়ি ইউনিয়নের শাবলাট গ্রামের দু'দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে শরিফুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১০ জন।
নিহত শরিফুল ইসলাম শাবলাট গ্রামের ইব্রাহিম মোল্লার ছেলে। ২৫ ডিসেম্বর শনিবার দুপুরে শালিখা উপজেলা তালখড়ি ইউনিয়নের শাবলাট গ্রামের এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় গ্রামবাসী জানিয়েছেন, স্থানীয় সামাজিক মাতবর মহব্বত মোল্লা এবং আইয়ুব মোল্লার মধ্যে র্দীঘ দিন ধরে সামাজিক বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়। মহব্বত মোল্লার সমর্থক শরিফুল ইসলামকে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে আহত করে আইয়ুব মোল্লার লোকজন। এ সময় গুরুতর আহত শরিফুল ইসলামকে যশোর ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পূর্ব বিরোধের কারণে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের মুখোমুখি সংঘর্ষ শুরু হয়। এ সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েক জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দু’জনের চিকিৎসা যশোর হাসপাতালে চলছে।
শালিকা থানার ওসি তারক বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সামাজিক দলাদলিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে শরিফুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের ঘটনায় এখনো থানায় মামলা হয়নি। বিরোধী দুই দলই আওয়ামী লীগ সমর্থক বলে তিনি জানিয়েছেন। এলাকায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করার পর বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
এসআইএস