ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মা-মেয়ের মরদেহ এক কবরে দাফন

শফিকুল ইসলাম খোকন, উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
মা-মেয়ের মরদেহ এক কবরে দাফন

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পোটকাখালী গণকবরে আগুনে পুড়ে আঙ্গার হওয়া মা ও মেয়ের মরদেহ দাফন করা হয়েছে এক কবরে। কফিনের উপরে লেখা রয়েছে মা-মেয়ের লাশ।

দুইজনকে জড়ানো অবস্থায় পাওয়ায় ধারণা করা হচ্ছে তারা মা-মেয়ে।

এক সঙ্গে ৩০ মরদেহ দাফন এমন চিত্র আগে কখনো দেখেনি এখানকার মানুষ। পুরো এলাকায় চলছে শোকের মাতম।

শনিবার (২৫ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে পোটকাখালী গণকবরে অজ্ঞাতদের দাফন করা হয়। এখানের প্রথম কবরটিতেই মা-মেয়ের মরদেহ দাফন করা হয়।

গণকবরে মরদেহ দাফন দেখতে আসা মোস্তাফিজসহ একাধিক ব্যক্তি বলেন, এমন করুণ পরিস্থিতি কখনোই দেখিনি এক কবরে মা ও মেয়েকে দাফন দেওয়া। জীবনের প্রথম এই করুণ বিভীষিকাময় সময়ের স্বাক্ষী হয়ে রইলাম। সিডরেও এরকম দেখেছি কিন্তু সে ঘটনা ছিল অন্যরকম। আগুনে পুড়ে মারা যাওয়া দেখিনি।

জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বাংলানিউজকে বলেন, মা ও মেয়েকে জড়ানো অবস্থায় মরদেহ দুটি পাওয়া যায় বলে ঝালকাঠি জেলা প্রশাসন জানিয়েছেন। আমাদেরও এমনটি ধারণা যে ওই মরদেহের কফিনে রাখা মা ও শিশু মেয়ের লাশ। যেহেতু তাদের পরিচয় শনাক্ত করা হয়নি তাই এক কবরেই দাফন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।