ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে ১৩ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২১
কিশোরগঞ্জে ১৩ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা 

কিশোরগঞ্জ: বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে কিশোরগঞ্জে ১৩ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (২৯ ডিসেম্বর) দিনগত রাতে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করে কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ড।

কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটুর সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন-সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।  

অনুষ্ঠানে ১৩ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার (এসপি) মো. মাশরুকুর রহমান খালেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা মো. কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম এ আফজল, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার কামাল প্রমুখসহ অন্যান্যরা।  

এর আগে সকালে জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নে অবস্থিত প্রয়াত অস্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের পৈত্রিক বাড়ি পরিদর্শন করেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।  

এছাড়াও দুপুরে তিনি করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের জঙ্গলবাড়ি গ্রামে অবস্থিত ঈশা খাঁর জঙ্গলবাড়ি দুর্গ পরিদর্শন করেন। বিকেলে তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের ঐতিহাসিক বড়ইতলা বধ্যভূমি পরিদর্শন করেন এবং সেখানে সুধী সমাবেশে যোগ দেন।  

বাংলাদেশ সময়: ০২৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২১ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।