ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চিতলমারীতে তক্ষকসহ প্রতারক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২১
চিতলমারীতে তক্ষকসহ প্রতারক আটক জব্দ তক্ষক

বাগেরহাট: বাগেরহাটের চিতলমারী উপজেলায় একটি তক্ষকসহ আব্দুর রাজ্জাক শেখ (৩২) নামে এক প্রতারককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।  

বৃহস্পতিবার (৩০) ডিসেম্বর দিনগত রাতে উপজেলার বাখেরগঞ্জ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আব্দুর রাজ্জাক বাগেরহাট সদর উপজেলার লোকমান শেখের ছেলে।
 
এ সময় তার কাছ থেকে প্লাস্টিকের নীল ঝুড়িতে রাখা ১৬ ইঞ্চি লম্বা তক্ষক, নগদ ১২ হাজার ৯০০ টাকা এবং তার ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মুরাদ হোসেন জানান, তক্ষক দেখিয়ে বিভিন্ন লোকের সঙ্গে প্রতারণা করে টাকা হাতিয়ে নিচ্ছে এক ব্যক্তি, এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই বাজার এলাকা থেকে আব্দুর রাজ্জাককে আটক করা হয়। সে সময় তার কাছ থেকে ১৬ ইঞ্চি লম্বা একটি তক্ষক জব্দ করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।  

আটক আব্দুর রাজ্জাকের নামে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০২১ এর ৩৪ (খ) ধারায় চিতলমারী থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক আব্দুর রাজ্জাককে চিতলমারী থানায় সোপর্দ করা হয়েছে। অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।