কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে অভিযান চালিয়ে ১ কেজি ক্রিস্টাল মেথ আইস মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (৫ জানুয়ারি) দুপুরে বিজিবির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজিবি টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে নাফ নদীর সাবরাং বিওপির লবণের মাঠ এলাকার কাছে ৫ নং স্লুইচ গেটের নিচে মাদকদ্রব্য লুকিয়ে রেখেছেন পাচারকারীরা।
এমন সংবাদের ভিত্তিতে বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন সদর এবং সাবরাং বিওপির বিশেষ টহলদল মঙ্গলবার দিবাগত গভীর রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে স্লুইচ গেটের পানির নিচে পিলারের সঙ্গে লুকায়িত অবস্থায় কালো পলিথিনে মোড়ানো ১টি ব্যাগ উদ্ধার করে। উদ্ধার ব্যাগের ভেতর থেকে ১ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়।
অভিযানকালে কোনো পাচারকারী কিংবা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি বলে জানান বিজিবির অধিনায়ক।
বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২১
এসবি/এমজেএফ