ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফেনীতে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার দায়ে আটক ২৫ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২২
ফেনীতে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার দায়ে আটক ২৫ 

ফেনী: পঞ্চম ধাপে অনুষ্ঠিত ফেনী সদর উপজেলার ১২ ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে বিভিন্ন কেন্দ্র থেকে ২৫ জনকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।  

বুধবার (৫ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে ফরহাদনগরের ৮ নম্বর ওয়ার্ড নৈরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষ হয়।

এ সময় নির্বাহী  ম্যাজিস্ট্রেট সজল দাসের নির্দেশে ছয়জনকে আটক করেছে পুলিশ।  

আটক ছয়জন হলো: সাদেক হোসেন, জিয়াউল হক, আল মাহমুদ ফাহিম, তানভীর হোসেন, মেহেদী হাসান, নিজাম উদ্দিন রাহাত।

এর আগে লেমুয়ার দুটি কেন্দ্র থেকে আরও ১২ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশের দায়িত্বশীল সূত্র।  

এছাড়াও ধর্মপুর ও শর্শদির কয়েকটি কেন্দ্র থেকে বাকিদের আটক করা হয়। মধ্যম ফরহাদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আইন-শৃঙ্খলার অবনতি হওয়ায় ৩০ মিনিট বন্ধ ছিল ভোটগ্রহণ।  

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিদর্শক নিজাম উদ্দিন বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২২
এসএইচডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।