ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

৩৩ বছরেও জাহাজ দেয়নি পাকিস্তান, চু্ক্তি বাতিল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২২
৩৩ বছরেও জাহাজ দেয়নি পাকিস্তান, চু্ক্তি বাতিল

ঢাকা: পাকিস্তান থেকে দুটি জাহাজ কেনার জন্য ৩৩ বছর আগের একটি চুক্তি বাতিল করেছে বাংলাদেশ।  

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৃহস্পতিবার (০৬ জানুয়ারি) ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠকে এই চুক্তি বাতিল করার হয়।

পরে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, পাকিস্তান থেকে বাংলাদেশ শিপিং করপোরেশনের জন্য দুইটি কন্টেইনার জাহাজ কেনার জন্য ১৯৮৮ সালের ১৩ অক্টোবর মন্ত্রিসভায় অনুমোদনের পর ৫০ মিলিয়ন ডলারের একটি চুক্তি করা হয়েছিল। আজ পর্যন্ত তারা (জাহাজ) দেয়নি।

তিনি বলেন, পাকিস্তান সরকার তাদের করাচি শিপিয়ার্ডকে ৮.৮৫ মিলিয়ন ডলার দিয়ে দিয়েছিল। আমরাও টাকা দেইনি। চু্ক্তিটি এতদিন হওয়ার পরেও কিছু হয়নি বলে মন্ত্রিসভা চুক্তিটি বাতিল করে দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২২
এমআইএইচ/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।