ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

'শেকড়ের সন্ধানে আমরা'- স্লোগানে শেওড়াপাড়া সোসাইটির সভা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৬ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২২
'শেকড়ের সন্ধানে আমরা'- স্লোগানে শেওড়াপাড়া সোসাইটির সভা

ঢাকা: 'শেকড়ের সন্ধানে আমরা'- এ স্লোগান নিয়ে গড়ে ওঠা শেওড়াপাড়া সোসাইটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।  

শুক্রবার (৭ জানুয়ারি) সন্ধ্যার দিকে শেওড়াপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন হাজী আশ্রাফ আলী মার্কেটে এক সভার অনুষ্ঠিত হয়।

 

সভায় বক্তব্য রাখেন ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন রশীদ জনি, স্থানীয় বাসিন্দা খোকন সরকার, সংগঠনের উপদেষ্টা রমজান আলী, আবদুল মতিন, আনিসুর রহমান, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আকরামুল হক, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) অর্থ সম্পাদক এস এম এ কালাম, সাইফুল ইসলাম শামীম প্রমুখ।

সভা পরিচালনা করেন শেওড়াপাড়া সোসাইটির সদস্য ও ওয়ার্ড যুবলীগের সভাপতি এইচএম মাহবুবুর রহমান।

সভায় কাউন্সিলর হুমায়ুন রশীদ জনি বলেন, শেওড়াপাড়া সোসাইটি সম্পূর্ণ অরাজনৈতিক। এ সোসাইটির মাধ্যমে আমরা একে অপরের বিপদে এগিয়ে যাব। এই বন্ধন অটূট থাকবে।  

তিনি আরও বলেন, সমাজে অনেক সমস্যা থাকবে। এসব সমস্যা চিহ্নিত করে আমাদের এগিয়ে যেতে হবে। আমরা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। আমাদের খেলার মাঠ নেই। এটা আমাদের দীর্ঘ দিনের দাবি। আমরা চেষ্টা করছি শেওড়াপাড়ায় তরুণদের জন্য খেলার মাঠের জায়গা ব্যবস্থা করবো।

সভায় এসএমএ কালাম বলেন, এই সোসাইটির ঐক্য ধরে রেখে আমাদের সামনের দিনে এগিয়ে যেতে হবে। আমাদের কর্মের মাধ্যমে এটা জানান দিতে চাই।
সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

বাংলাদেশ সময়: ০২৩২ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২২
এসএমএকে/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।