ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘ভাঙা তরী ছেঁড়া পাল’ গানের বাউল মডেল আসলে ‘সিরিয়াল কিলার’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২২
‘ভাঙা তরী ছেঁড়া পাল’ গানের বাউল মডেল আসলে ‘সিরিয়াল কিলার’ সেলিম ফকির -ফাইল ছবি

ঢাকা: জনপ্রিয় ‘ভাঙা তরী ছেঁড়া পাল’ গানের বাউল মডেল সেলিম ফকির আদতে একজন ‘সিরিয়াল কিলার’। তিনি বাউলের ছদ্মবেশে ২০ বছর ধরে ঘুরে বেড়িয়েছেন।

বুধবার (১২ জানুয়ারি) রাতে কিশোরগঞ্জের ভৈরব থেকে তাকে গ্রেফতারের পর এমন তথ্য জানায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বাহিনীর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, র‌্যাবের অভিযানে বাউল ছদ্মবেশে ঘুরে বেড়ানো সিরিয়াল কিলার বাউল সেলিম ওরফে খুনি হেলাল ওরফে হেলাল হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজধানীর কারওয়ানবাজার র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

জানা গেছে, বাউল সেলিম একাধিক হত্যা মামলার আসামি। পরিচয় গোপন করতে বেশভূষা পরিবর্তন করে বাউল সেজে ঘুরে বেড়াতেন। এমনকি ‘ভাঙা তরী ছেঁড়া পাল’ গানের বাউল মডেল তিনি।

দীর্ঘ ২০ বছর বাউল বেশে নিজেকে আড়াল করে রাখা এই সিরিয়াল কিলারের নামে উত্তরবঙ্গে একাধিক হত্যা মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ০২৫৩ ঘণ্টা, ১৩ জানুয়ারি, ২০২২
পিএম/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।