ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অনন্ত জলিলের কারখানায় বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২২
অনন্ত জলিলের কারখানায় বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ অনন্ত জলিলের কারখানা শ্রমিকদের বিক্ষোভ

সাভার (ঢাকা): সাভারের হেমায়েতপুরে অভিনেতা অনন্ত জলিলের কারখানায় এক মাসের বেতনের দাবিতে বিক্ষোভ করে সড়ক অবরোধ করেছেন শ্রমিকরা।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকেল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এজেআই গ্রুপ কারখানার শ্রমিকরা সিংগাইর-মানিকগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

পরে পুলিশ তাদের সরিয়ে দেয়।

শ্রমিকরা জানান, হেমায়েতপুরে অবস্থিত এই কারখানায় সাত হাজার শ্রমিকের গত ডিসেম্বর মাসের বেতন বকেয়া রয়েছে। সেই বেতনের দাবিতে বৃহস্পতিবার বিকেল থেকে সিংগাইর-মানিকগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়। পরে পুলিশ এসে তাদের সরিয়ে দেয়।

এ বিষয়ে শিল্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কোরবান আলী বাংলানিউজকে বলেন, আসলে তেমন কোনো সমস্যা না। হঠাৎ কারখানার সিপমেন্ট হয়নি। তাই বেতনে একটু সমস্যা হয়েছে। আর আজ কারখানা ছুটি দেওয়ার পরপরই কিছু শ্রমিক রাস্তায় নেমে আন্দোলন করেন। পরে আমরা বুঝিয়ে বললে তারা চলে যান।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২২
এসএফ/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।