ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কাওয়ালি আয়োজনে হামলা: গণসংস্কৃতি পরিষদের প্রতিবাদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২২
কাওয়ালি আয়োজনে হামলা: গণসংস্কৃতি পরিষদের প্রতিবাদ গণসংস্কৃতি পরিষদের প্রতিবাদ

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কাওয়ালি গানের অনুষ্ঠানে হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে গণসংস্কৃতি পরিষদ।

শুক্রবার (১৪ জানুয়ারি) রাজধানীর শাহবাগ চত্ত্বরে আয়োজিত প্রতিবাদ সভায় সংগঠনের পক্ষ থেকে এই প্রতিবাদ জানানো হয়।

সভায় বক্তারা বলেন, আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে এতোকাল ধরে যারা আক্রমণ করে আসছিল, সেই প্রতিক্রিয়াশীলদের বিরুদ্ধে বাংলাদেশের সাংস্কৃতিক সমাজ সবসময়ই সোচ্চার এবং প্রতিবাদমুখর থেকেছে। গত ১২ জানুয়ারি টিএসসিতে কাওয়ালি গানের অনুষ্ঠানে হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানাচ্ছে গণসংস্কৃতি পরিষদ।

একইসঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

বক্তারা আরও বলেন, আমাদের সংস্কৃতি চর্চার ওপর অনাকাঙ্ক্ষিত এই আঘাতকে আমরা অশনিসংকেত বলে মনে করছি। আমাদের হাজার বছরের সংস্কৃতি চর্চার পরিবেশকে ধরে রাখাতে প্রতিক্রিয়াশীল এই মহলকে অনতিবিলম্বে শাস্তির আওতায় আনতে হবে।

অন্যথায় দেশের সব সংস্কৃতি-প্রেমিদের সঙ্গে নিয়ে গণসংস্কৃতি পরিষদের নেতৃত্বে দেশব্যাপি দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।

বাংলাদেশ সময়: ০১২৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২২
পিএম/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।