ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাসে ডাকাতির ঘটনায় সাভার থানায় মামলা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২২
বাসে ডাকাতির ঘটনায় সাভার থানায় মামলা

সাভার (ঢাকা): বগুড়া থেকে ঢাকার গাবতলীর উদ্দেশ্যে ছেড়ে আসা সোনার তরি বাসে ডাকাতির ঘটনার সাভার মডেল থানায় একটি মামলা নথিভুক্ত হয়েছে।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মমিনুল ইসলাম।

এর আগে, শুক্রবার (১৪ জানুয়ারি) রাতে টাঙ্গাইল, গাজিপুর ও সাভার এলাকায় মহাসড়কে ডাকাতি সংঘঠিত হয়। পরে বিষয়টি নিয়ে বিভিন্ন থানায় তিনদিন ঘুরেও কোনো লাভ হয়নি। পরে ঘটনাটি বিভিন্ন সংবাদ মাধ্যমে আসলে সোমবার (১৭ জানুয়ারি) সাভার থানা একটি ডাকাতির মামলা নেয়।

বাস চালক ও মামলার বাদি মো. পাভেল বাংলানিউজকে বলেন, ডাকাতির ঘটনার পরপরই আমি মির্জাপুর, সাভার ও সাভার হাইওয়ে থানায় যাই মামলা করার জন্য। কিন্তু কোনোভাবে কোনো থানা মামলা নিতে চায়নি৷ পরে গতকাল রাতে সাভার মডেল থানা মামলাটি নেয়।

এ বিষয়ে সাভার মডেল থানার পরিদর্শক মমিনুল ইসলাম বাংলানিউজকে বলেন, ডাকাতির মামলাটি আমাদের থানায় নথিভুক্ত হয়েছে৷ বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, জানুয়ারি ১৮ ২০২২
এসএফ/জেডএ

***চলন্ত বাসে ডাকাতির ঘটনায় নারায়ণগঞ্জে ট্রাক উদ্ধার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।