নাটোর: ঝালতলা বস্তির প্রতিবন্ধী সুনিতা পাল। লাঠিতে ভর দিয়ে পাঁচ বছরের নাতিকে সঙ্গে নিয়ে এসেছিলেন কম্বল নিতে।
দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের সহায়তায় মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে নাটোর শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে ৫৫০ অসহায় শীতার্ত মানুষজনের মধ্যে কম্বল বিতরণ করে কালের কণ্ঠ শুভসংঘ।
৭০ বছরের বৃদ্ধ ওমর আলী তিনি এসেছিলেন চৌকিরপাড় এলাকা থেকে। তিনি বলেন, ‘আল্লাহ আপনাদের ভালো করুক। এর আগে খাবার দিছিলেন। এবার কম্বল পেলাম। আল্লাহ যেন বসুন্ধরার আরও দেওয়ার সামর্থ্য দেন। ’
বঙ্গজ্বল এলাকার সখিনা বেগম। তিনি কুপন ছাড়াই এসেছিলেন কম্বল নিতে। বললেন, 'কম্বল দেওয়ার কথা মুনে এবার আনু। আমারে ফিরায়ে দিয়েন না। '
তার সঙ্গে দাঁড়ানো ছিলেন আরও কয়েকজন কুপনবিহীন নারী। তারা কম্বল পেয়ে দুই হাত তুলে দোয়া করে বললেন, ‘আল্লাহ বসুন্ধরার ভালো করুক। তারা যেন আমাগো মতো গরিব মানসের লাইগ্যা কিছু করে, সেই তৌফিক দিক। ' এ রকম অসংখ্য বৃদ্ধ-বৃদ্ধা একটি করে কম্বল পেয়ে প্রচণ্ড শীতে খুব খুশি।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- নাটোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক (ডিসি) আশরাফুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন- নাটোরের পুলিশ সুপার (এসপি) লিটন কুমার সাহা, শুভসংঘের নাটোর জেলা কমিটির উপদেষ্টা এবং কালের কণ্ঠের নাটোর প্রতিনিধি ও ইউনাইটেড প্রেস ক্লাবের সভাপতি রেজাউল করিম রেজা, বাংলাদেশ প্রতিদিনের নাটোর প্রতিনিধি নাসিম উদ্দিন, সাংবাদিক ইসাহাক আলী, শামসুজ্জোহা হেলাল, শফিকুল ইসলাম প্রমুখ।
এই ৫৫০ কম্বল বিতরণের মধ্য দিয়ে নাটোরে শেষ হলো ১ হাজার ৩০০ কম্বল বিতরণ অনুষ্ঠান।
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২২
এসআরএস