ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জাতীয় নৃত্য উৎসব শুরু বৃহস্পতিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২২
জাতীয় নৃত্য উৎসব শুরু বৃহস্পতিবার সংবাদ সম্মেলন।

ঢাকা: মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে শিল্পকলা একাডেমিতে বৃহস্পতিবার (২০ জানুয়ারি) শুরু হচ্ছে তিন দিনের জাতীয় নৃত্য উৎসব।  

‘ড্যান্স এগেইনস্ট করোনা’ শীর্ষক কর্মসূচির আওতায় এই নৃত্য উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

প্রতিদিন বিকেল ৪টা থেকে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনের এই উৎসবে ৭৫টি নৃত্যদল অংশ নেবে। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে উদ্বোধনী আনুষ্ঠানিকতায় প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

বুধবার (১৯ জানুয়ারি) শিল্পকলা একাডেমির চিত্রশালার সেমিনার কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব জানান একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। এ সময় আরও উপস্থিত ছিলেন একাডেমির বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।

শনিবার শেষ হবে তিন দিনের এই নৃত্য উৎসব।

বাংলাদেশ সময়: ০৭২৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২২
এইচএমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।