ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে হেলপারের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২২
সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে হেলপারের মৃত্যু সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে হেলপারের মৃত্যু

সাতক্ষীরা: সাতক্ষীরায় ঈগল পরিবহনের একটি কোচ ধোয়ার সময় ওই গাড়ির পেছনের চাকায় পিষ্ট হয়ে তানভির হোসেন নামে এক হেলপারের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকালে সাতক্ষীরা শহরের ঈগল পরিবহনের কাউন্টারের সামনে এই দুর্ঘটনা ঘটে।

তানভির হোসেন (৩০) খুলনা শহরের সোনাডাঙা থানার হাফিজনগর গ্রামের শহীদুল ইসলামের ছেলে।

ঈগল পরিবহনের সাতক্ষীরা কাউন্টারের ব্যবস্থাপক মঞ্জুরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকালে একটি কোচ (ঢাকা মেট্রো-ব-১৪-৩০৩৫) পানি দিয়ে পরিষ্কার করছিলেন ওই গাড়িরই হেলপার তানভির হোসেন। পেছনের চাকা ধোয়ার সময় চালক রতন সানা গাড়িটি নিউট্রাল করতে কোচটি পেছনের দিকে চালালে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তানভিরের মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) অহিদুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। গাড়িটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।