সাভার (ঢাকা): সচেতনতা ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সাভারের আশুলিয়ায় সড়কে বিভিন্ন পরিবহনে অভিযান চালিয়ে জরিমান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকেলে আশুলিয়ার বাইপাইল এলাকায় এ অভিযান পরিচালনা করেছেন আশুলিয়ার সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেন।
এ সময় মাস্কবিহীন চলাচল করায় দুইজন বাসের কর্মচারীকে ৪০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া একটি হোটেলকে ৩০০ টাকা ও পরিবেশের ক্ষতি হওয়া নিষিদ্ধ পলিথিনের একটি দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আশুলিয়ার সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, ওমিক্রন আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। তাই স্বাস্থ্যবিধি মানাতে আমাদের এই কার্যক্রম। আসেলে জরিমানা করা মূল উদ্দেশ্য নয়। জরিমানা চাইলে সবাইকেই করা যায়। এক জনকে জরিমানা করে বাকি সবার মধ্যে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা বৃদ্ধি করাই আমাদের লক্ষ্য।
অভিযানে নিরাপত্তার দায়িত্বে ছিলেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হাচিব সিকদারসহ পুলিশ সদস্যরা।
বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২২
এসএফ/জেডএ