মাদারীপুর: মাদারীপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে জনি ফরাজী ও নাঈম ফরাজী নামের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২১ জানুয়ারি) সকালে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
নিহত জনি ফরাজী সদর উপজেলার চাছার গ্রামের জহির ফরাজীর ছেলে ও জালালপুর আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র এবং নিহত নাঈম ফরাজী একই গ্রামের লোকমান ফরাজীর ছেলে ও একই বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে বিদ্যালয় মাঠে ব্যাডমিন্টন খেলা শেষে মোটরসাইকেলে করে এক বন্ধুকে মিয়ারচর এলাকায় পৌঁছে দেয় জনি ও নাঈম। পরে সেখান থেকে ফেরার পথে হবিগঞ্জ ব্রিজের সঙ্গে ধাক্কা লাগলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হন তারা। প্রথমে তাদেরকে উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে মারা যান।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইলমাম জানান, রাতে দুর্ঘটনায় আহত দুই শিক্ষার্থী সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২২
কেএআর