ঢাকা: দেশে করোনা পরিস্থিতি বেড়ে যাওয়ায় অর্ধেক জনবল দিয়ে অফিস আদালত চালানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
শুক্রবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
জাহিদ মালেক বলেন, আমরা স্কুল কলেজ বন্ধ করেছি। সবকিছুই বন্ধ করে দিয়ে দেশকে একেবারে কোলাপস করা যাবেনা। অফিস আদালত অর্ধেক জনবল দিয়ে কাজ করার সিদ্ধান্ত হয়েছে। এটার বিজ্ঞপ্তিও শিগগিরই দেওয়া হবে এবং কার্যকর হয়ে যাবে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, সংক্রমণ নিয়ন্ত্রণে ১১ দফা বিধিনিষেধ দেওয়া হয়েছে। দেশবাসীকে এগুলো মেনে চলতে হবে। পরিবার, দেশে ও নিজের সুরক্ষার জন্য আমাদের বিধিনিষেধ মেনে চলতে হবে।
বিধিনিষেধ কার্যকর করার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, আমরা চাই করোনা নিয়ন্ত্রণে থাকুক। বিধিনিষেধ কার্যকর করে প্রশাসন। তাদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। আশা করি তারা সেই নির্দেশনা পালন করবে। তবে জনগণের দায়িত্ব সব থেকে বেশি। নিজেদের সুরক্ষায় বিধিনিষেধগুলো নিজেদেরই পালন করতে হবে।
বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২২
আরকেআর/এমআরএ