পিরোজপুর: পিরোজপুরের কাউখালী উপজেলার সদর বাজারে জাটকা ইলিশ বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২১ জানুয়ারি) অভিযান পরিচালনা করেন উপজেলা সহাকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন হাট-বাজারে জাটকা বিক্রি হচ্ছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে হাট-বাজারে নিষেধ করা হলেও কতিপয় মাছ বিক্রেতা তা মেনে চলছে না। তাই শুক্রবার সকালে অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরও বলেন, অভিযানে জাটকা বিক্রেতা সাইদুলকে ১ হাজার টাকা এবং রুবেলকে ৫শ’ টাকা জরিমানা করা হয়। এ সময় একশত কেজি জাটকা জব্দ করে বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে এ সময় কিছু মাছ ব্যবসায়ী জাটকা নিয়ে পালিয়ে গেছে।
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২২
জেডএ