ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মানুষ আজ স্বাধীনতার সুফল পাচ্ছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২২
মানুষ আজ স্বাধীনতার সুফল পাচ্ছে

পটুয়াখালী: পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান ও সাবেক পৌরসভা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. সুলতান আহমেদ মৃধা বলেছেন, বঙ্গবন্ধু যেভাবে মানুষের পাশে থেকে স্বাধীনতা এনেছেন, তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতা রক্ষা করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলে তার আদর্শের বাস্তবায়ন করেছেন। মানুষ আজ স্বাধীনতার সুফল পাচ্ছে।

 

এসময় তিনি সবাইকে বঙ্গবন্ধু কন্যার পাশে থেকে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।

শনিবার (২২ জানুয়ারি) দুপুরে সুবিদখালী সরকারি কলেজ অডিটোরিয়ামে মির্জাগঞ্জের দুস্থ অসহায় ও সুবিধাবঞ্চিত পাঁচ শতাধিক মানুষের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি গাজী আজহার উদ্দিন আহমেদের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জুয়েল, সহ সভাপতি ইসলাম হোসেন মৃধা প্রমুখ।

এর আগে সুলতান আহমেদ মৃধা পটুয়াখালী সদর উপজেলা ও দুমকি উপজেলায় শীতার্তদের মধ্যে সহস্রাধিক কম্বল বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।