সিরাজগঞ্জ: স্বাস্থ্যবিধি না মানায় সিরাজগঞ্জের তাড়াশে ৯ পথচারিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২২ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর এলাকার বারোয়ারী বটতলা, চক্ষু হাসপাতাল মোড়, প্রেসক্লাব মোড়সহ বিভিন্ন এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাউল করিমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এই জরিমানা করেন।
এ সময় উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি ও সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাউল করিম বাংলানিউজকে জানান, কোভিড-১৯ সংক্রমণ ব্যাপক হারে বিস্তার লাভ করছে। এ সংক্রমণরোধে সরকার বিধি-নিষেধ জারি করেছে। যারা এসব বিধি নিষেধ না মেনে চলাচল করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এরই অংশ হিসেবে শনিবার সকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে চলতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় মাস্ক না পরে রাস্তায় বের হওয়ার অভিযোগে ৯ ব্যক্তিকে মোট ২ হাজার ৮শ টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, ২২ জানুয়ারি, ২০২২
এমএমজেড