ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জাতীয় বেতন স্কেল চান গ্রাম পুলিশ সদস্যরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২২
জাতীয় বেতন স্কেল চান গ্রাম পুলিশ সদস্যরা

বরিশাল: করোনা সংক্রামণের বিধিনিষেধের মধ্যেই বরিশালে সমাবেশ করেছে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন।

রোববার (২৩ জানুয়া‌রি) বেলা ১১টায় নগরের অশ্বিনী কুমার হল চত্বরে গ্রাম পুলিশের জাতীয় বেতন স্কেলের অন্তভুক্তকরণসহ পাঁচ দফা দাবি আদায়ে সমাবেশ করেন তারা।

জেলা কমিটির সভাপতি মো. শাহজাহান সরদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী শাহজাহান কবির জহির, কেন্দ্রীয় কমিটির সভাপতি বাবু ভবেন্দ্র নাথ বিশ্বাস, জেলা কমিটির সাধারণ সম্পাদ আব্দুল সালাম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক আবদুর রব মল্লিক, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ জেলা আহ্বায়ক ইমরান হাবিব রুমন, সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী প্রমুখ।

সমাবেশে ৫ দফা দাবি তুলে ধরা হয়। সেগুলো হলো- জাতীয় বেতন স্কেলে অন্তভুক্তকরণ, পুলিশের ন্যায় রেশনিং ব্যবস্থা, এককালীন অবসরভাতা (৭-৮ লাখ টাকা), কেন্দ্রীয় অধিদপ্তর গঠন এবং কল্যাণ তহবিল গঠন করা।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, জানুয়া‌রি ২৩, ২০২২
এমএস/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।