ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অসহ্য যন্ত্রণায় ধুঁকছে প্রতি মুহূর্ত, অর্থাভাবে চিকিৎসা হচ্ছে না রুবির

শফিকুল ইসলাম খোকন, উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২২
অসহ্য যন্ত্রণায় ধুঁকছে প্রতি মুহূর্ত, অর্থাভাবে চিকিৎসা হচ্ছে না রুবির রুবি আক্তার

পাথরঘাটা, (বরগুনা): স্বামী ঘাট শ্রমিক, কোনোমতে দিন আনে দিন খায়। দিন শেষে যা উপার্জন হয় তা দিয়েই সংসার চলা দায়।

এর মধ্যে হঠাৎ একটি দুর্ঘটনা রুবি আক্তারের জীবনে নিয়ে দুর্বিষহ অবস্থা। একটু অসাবধানতায় রুবির শরীরের অধিকাংশ ঝলসে যায়। প্রতি মুহূর্তে দুর্বিষহ যন্ত্রণায় দিন কাটছে। আর্থিক সংকটের কারণে উন্নত চিকিৎসা করাতে পারছে না তার পরিবার। রুবির স্বামীর নাম আব্দুর হালিম। তারা পাথরঘাটা পৌরসভার আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা। দীর্ঘ ২৫ দিন এমন যন্ত্রণা যেন সয়ে গেছেন তিনি। স্বামীর অভাবের সংসারে এখন তিনিও বোঝা হয়ে গেছেন। দিন কোনোভাবে গেলেও রাতে ঘুমাতে পারছে না তিনি।

সরেজমিন গিয়ে দেখা যায়, রুবির পিঠের পেছন, দুই হাত ঝলসে গেছে। কোন কাপড় গায়ে রাখতে পারছে না তিনি। ক্ষতগুলোতে মশা-মাছির আনাগোনা রয়েছে।

রুবি আক্তার বাংলানিউজকে বলেন, ২৫ দিন আগে রান্না ঘরে কাজ করেছিলেন। গায়ের ওড়নায় পেছন থেকে চুলার আগুন ধরে যায়, মুহূর্তের মধ্যেই শরীরে ছড়িয়ে পড়ে। আমার চিৎকারে আশপাশের লোকজন এসে পানি দিয়ে আগুন নেভায়। তার আগেই পিঠের পুরো অংশ এবং দুই হাত ঝলসে যায়। তাৎক্ষণিক পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য পরামর্শ দেওয়া হয়। কিন্তু দিনমজুর স্বামীর অভাবের কারণে উন্নত চিকিৎসা করাতে পারছেন না।

রুবির প্রতিবেশ মো. বাদশা বলেন, খুব কষ্টে দিন যায় তার। দিনমজুর স্বামীর উপার্জনে কোনোভাবে চলে। এর মধ্যে এত বড় বিপদ। দুর্ঘটনার পর অনেক চিকিৎসা করানো হয়েছে। এলাকাবাসীর সহায়তাও করছে। কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রভিত্তিক ‘সাদাকাহ’ সংগঠনের মাধ্যমে ৫ হাজার টাকা পেয়ে ওষুধ কিনেছে।  

পাথরঘাটা পৌরসভার আট নম্বর ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম কাকন বলেন, পরিবারটি খুবই অসহায়। হঠাৎ এমন বিপদ তার পরিবারের কাল হয়ে দাঁড়িয়েছে। উন্নত চিকিৎসা করাতে হলে অনেক টাকার প্রয়োজন। আমরা এলাকাবাসী সাধ্য অনুযায়ী সহযোগিতা করেছি।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার খালিদ মাহমুদ আরিফ বলেন, তার পিঠের পুরো অংশ ঝলছে গেছে। দুই হাতের অর্ধেক অংশ ঝলছে যায়। বার্ন ইউনিটে চিকিৎসা নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।