ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঋণের টাকা আদায় করতে গিয়ে ব্যাংক কর্মকর্তা লাঞ্ছিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২২
ঋণের টাকা আদায় করতে গিয়ে ব্যাংক কর্মকর্তা লাঞ্ছিত

ফরিদপুর: ঋণের টাকা চাইতে গিয়ে ফরিদপুরের সালথা উপজেলায় মো. মাফিকুল ইসলাম (৩২) নামে পল্লী সঞ্চয় ব্যাংকের এক কর্মকর্তা লাঞ্ছিত হয়েছেন।

সোমবার (২৪ জানুয়ারি) বিকেলে উপজেলার রামকান্তপুর গ্রামে গিয়ে লাঞ্ছনার শিকার হন তিনি।

মাফিকুল পল্লী সঞ্চয় ব্যাংকের সালথা উপজেলা শাখার ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ও একই উপজেলার খোয়াড় গ্রামের জহুরুল ফকিরের ছেলে।  

জানা যায়, মাফিকুল নামে ওই ব্যাংক কর্মকর্তা উপজেলার রামকান্তপুর গ্রামে জসীম তালুকদার (২৬) নামে এক গ্রাহকের কাছ থেকে ব্যাংকটির ঋণ খেলাপির টাকা আদায় করতে যান। এসময় কথা-কাটাকাটির একপর্যায়ে জসীমের বড় ভাই তাকে মারধর করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। তাকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।  

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান বলেন, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।  

ফরিদপুরে পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মো. সুমিনুর রহমান বলেন, এ ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।