ঢাকা: রাজধানীর হাতিরঝিলে ব্রিজের ওপর একটি মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে আগুন নির্বাপণ করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুইটি ইউনিট।
সোমবার (২৪ জানুয়ারি) রাত ৯টা ৩৫ মিনিটে হঠাৎ একটি মাইক্রোবাসে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার দেওয়ান আজাদ।
তিনি বলেন, হাতিরঝিলে ব্রিজের ওপর একটি মাইক্রোবাসে রাত ৯টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সেটা নির্বাপন করে। প্রাথমিকভাবে গাড়িটিতে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২২
পিএম/এএটি